দুর্গাপুরে পৌছেছে করোনারভাইরাসের প্রায় ১৩ হাজার ভ্যাকসিন


দুর্গাপুর প্রতিনিধি :

করোনাভাইরাসের ভ্যাকসিন পৌছেছে রাজশাহীর দুর্গাপুরে। শুক্রবার সকালে করোনাভাইরাসের ভ্যাকসিনবাহী ফ্রিজার গাড়িটি দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌছালে স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ভ্যাকসিন গুলো গ্রহণ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসীন মৃধা জানান, ১২ হাজার ৮৯০ ডোজ ভ্যাকসিন ইতিমধ্যে এসে পৌছেছে।আগামী ৭ ফেব্রুয়ারী থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শুরু হবে টিকা প্রদান কার্যক্রম। করোনাভাইরাসের ভ্যাকসিন গ্রহণের জন্য ৫৫ বছর ঊর্ধ্ব বয়সী ব্যক্তিদের অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে।

আ্যপ্সের মাধ্যমে রেজিষ্ট্রেশন করা না গেলে উপজেলা পরিষদের তথ্যকেন্দ্রেও বিনা টাকায় রেজিষ্ট্রেশন করা যাবে। নিয়ম মেনে রেজিষ্ট্রেশন করতে উপজেলাবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন ইউএনও।

করোনাভাইরাসের ভ্যাকসিনবাহী ফ্রিজার গাড়ি দুর্গাপুরে পৌছানোর পর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসীন মৃধা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহমুদা খাতুন ও থানার ওসি হাশমত আলী সহ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত থেকে ভ্যাকসিন গুলো গ্রহণ করেন।


শর্টলিংকঃ