দুর্গাপুরে বোরো ধান চাল সংগ্রহ কর্মসূচীর উদ্বোধন


দুর্গাপুর প্রতিনিধি:

রাজশাহীর দুর্গাপুরে অভ্যন্তরীণ বোরো ধান চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে ধান চাল সংগ্রহের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অভ্যন্তরীণ ধান চাল সংগ্রহ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ধান ফিতা কেটে ধান চাল সংগ্রহের উদ্বোধন করেন রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডাঃ মোঃ মনসুর রহমান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসীন মৃধার সভাপতিত্বে ধান-চাল সংগ্রহ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবদুল মোতালেব, নারী ভাইস চেয়ারম্যান বানেছা বেগম।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দেলুয়াবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম, পানানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাহার আলী খান সহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ।

উল্লেখ্য, এ উপজেলায় এবার সরকারি ভাবে কৃষকদের কাছ থেকে ৫১৭ মেট্রিক টন চাল ও ৭১৬ মেট্রিক টন বোরো ধান সংগ্রহ করা হবে।


শর্টলিংকঃ