Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

দুর্গাপুরে সেনাবাহিনীর উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ


দুর্গাপুর প্রতিনিধি:

রাজশাহীর দুর্গাপুর উপজেলার অজপাড়া অঞ্চলের হতদরিদ্র মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন সেনাবাহিনী। সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত ত্রাণ বিতরণ করেছেন তারা।

দেশজুড়ে করোনা ভাইরাস সংক্রমণের কারণে চলমান পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ সেনাবাহিনীর ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড (আর্টডক) এর অন্তর্ভুক্ত প্রশিক্ষন সেন্টার ও প্রতিষ্ঠানসমূহ বেসামরিক প্রশাসনকে সহযোগিতার পাশাপাশি দরিদ্র ও দুস্থ মানুষের মাঝে বিভিন্ন প্রকার ত্রান সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে।

সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত আর্টডক এর অন্তর্ভুক্ত প্রশিক্ষন সেন্টার ও প্রতিষ্ঠানসমূহ উপেজলার ৩০০ হতদরিদ্র মানুষের মাঝে শুকনা খাবার ও অন্যান্য খাদ্য সামগ্রী বিতরণ করেন।

উল্লেখ্য, আর্টডকের ব্যবস্থাপনায় দেশের বিভিন্ন স্থানে গত কয়েকদিনে ইতোমধ্যেই ২০০০ পরিবারকে শুকনো খাবার, মাস্ক এবং এক হাজার হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে। এছাড়াও সেনাবাহিনীর তত্বাবধায়নে বৃদ্ধ ও সহায় সম্বলহীন মানুষের নিয়মিত চিকিৎসা সহায়তা প্রদান অব্যাহত রয়েছে।


Exit mobile version