Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

দুর্গাপুরে হাঁসের খামারে অভিযান, ১০ হাজার টাকা জরিমানা


দুর্গাপুর প্রতিনিধি:

দুর্গাপুর উপজেলার কলনটিয়া গ্রামে অনুমতি ছাড়া হাঁস পালনের খামার করায় কবীর হোসেন নামের এক ব্যক্তির ১০ হাজার টাকা অর্থদন্ড করেছে ভ্রাম্যমান আদালতের (অতিরিক্ত ) নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা  নির্বাহী অফিসার মোঃ ওলিউজ্জামান।

 

 

বুধবার বিকেলে উপজেলার কলনটিয়া গ্রামে অভিযান পরিচালনা করে এ দন্ডাদেশ দেন। দন্ডাদেশ প্রাপ্ত কবীর হোসেন নগরীর কাশিয়াডাঙ্গা থানার কাশিয়াডাঙ্গা গ্রামের জয়নাল হকের পুত্র। কলনটিয়া গ্রামে শশুরবাড়ি এলাকায় হাঁসের খামার করেছিলেন তিনি।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্বে) মোঃ ওলিউজ্জামান জানান, স্থানীয় লোকজনের অভিযোগের প্রেক্ষিতে দুর্গাপুর উপজেলার কলনটিয়া গ্রামে অভিযান পরিচালনা করে কবীর হোসেনকে আটক করা হয়। পরে পশুরোগ আইনের ২০০৫ এর ১৬(১) ধারা মোতাবেক ১০ হাজার টাকা অর্থদন্ড করা হয়।

এছাড়া ২০ দিনের মধ্যে প্রাচীর নির্মাণ করে পরিবেশ বজায় রেখে হাঁস পালনের নির্দেশ দেয়া হয়েছে। অন্যথায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।


Exit mobile version