‘দুর্নীতি ঠেকাতে সামাজিক প্রতিরোধ জরুরি’


নিজস্ব প্রতিবেদক :

দুর্নীতি দমন কমিশন (দুদক) কমিশনার (তদন্ত) এএফএম আমিনুল ইসলাম বলেছেন, ‘দুর্নীতি প্রতিরোধে সরকারি প্রচেষ্টার পাশাপাশি সামাজিক প্রতিরোধ জরুরি।’

 

অনুষ্ঠানে অতিথিরা

জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আজ রোববার দুদকের শ্রেষ্ঠ দুর্নীতি প্রতিরোধ কমিটি অ্যাওয়ার্ড-২০১৮’র পুরস্কার বিতরণ, মতবিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন

অতিরিক্ত বিভাগীয় কমিশনার আনওয়ার হোসেনের সভাতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন ডিআইজি একেএম হাফিজ আক্তার, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার সাজিদ হোসেন ও জেলা প্রশাসক এসএমএ কাদের।

স্বাগত বক্তব্য দেন মোরশেদ আলম। শুভেচ্ছা বক্তব্য দেন রাজশাহী মহানগর দুর্নিতি প্রতিরোধ কমিটির সভাপতি ইয়াহিয়া মোল্লা। এ বছর শ্রেষ্ঠ জেলার পুরস্কার পেয়েছে বগুড়া জেলা। উপজেলাতে শ্রেষ্ঠত্ব পায় গোদাগাড়ী, নাচোল এবং উল্লাপাড়া।


শর্টলিংকঃ