দুস্থদের সহায়তায় কালুহাটীতে ত্রাণ তহবিল গঠন


বাঘা (রাজশাহী) প্রতিনিধি:

করোনাভাইরাসের কারণে কর্মহীন অসহায় মানুষদের সাহায্য সহযোগিতার লক্ষ্যে বুধবার (৮ এপ্রিল) রাজশাহীর চারঘাট উপজেলার নিমপাড়া ইউনিয়নের কালুহাটী গ্রাম বাসির পক্ষ থেকে ত্রাণ তহবিল গঠন করা হয়েছে।

দুস্থদের সহায়তায় কালুহাটীতে ত্রাণ তহবিল গঠন

ত্রান তহবিল কমিটির আহবায়ক হয়েছন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. ওমর আলী। সদস্যরা হলেন নিমপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ইউসুফ আলী, জেলা দায়রা জজ সৈয়দ আবদুর রাজ্জাক, জেলা রেজিষ্ট্রার মুজিবুর রহমান, আইটিসি অফিসার সৈয়দ মখলেসুর রহমান, একসেন্সন অফিসার প্রকৌশলী বাহাদুর রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসার মোস্তফিজুর রহমান, ইউসিবি ব্যাংকের ভাইস প্রেসিডেন্ড সৈয়দ রোকনুজ্জামান, অবসরপ্রাপ্ত মেজর আলতামাস করীম মিঠু, সাবেক বীতজত্ব প্রধান রেজাউল করীম প্রমুখ।

ইতিমধ্যেই গঠনকৃত ত্রান তহবিলে ৭০ বস্তা চাল, ২০০ কেজি ডাল, ২০০ কেজি পেঁয়াজ, ১৫০ কেজি আলু জমা পড়েছে। তবে অন্য কেউ এ ত্রান হতবিলে সহযোগিতা করতে চাইলে বিকাশ নম্বর ০১৭১১-১৩৭৬৭৫ (তরিকুল ইসলাম দর্জিত) করতে পারবেন। কমিটির সদস্যরা এই গ্রামের মানুষ। তারা বর্তমানে বিভিন্ন এলাকায় চাকরি করছেন।


শর্টলিংকঃ