দৃষ্টি কাড়ছে ‘সাহেবআলী’


রাজধানীর শনিরআখড়া কোরবানির পশুর হাটে ক্রেতাসহ সাধারণ মানুষের দৃষ্টি কাড়ছে ‘সাহেবআলী’।কালো রঙের ষাঁড়টি ফরিদপুরের হাটবাবুর চরগ্রাম থেকে ৭ আগস্ট বুধবার বিক্রির জন্য হাটে আনা হয়। ষাঁড়টির ওজন ১৭ থেকে ১৮ মণ হবে বলে জানিয়ে এর বিক্রেতা।

ষাঁড়টির মালিক সামসু ফকির  জানান, অষ্ট্রেলিয়া বীজের গরুটি ২ বছর পূর্বে ১লাখ টাকায় ক্রয় করেন। ২ বছর যাবৎ ষাঁড়টি পালন করে আসছেন তিনি। এর নাম রেখেছেন সাহেবআলী’।

বছরে ৪০ মন ধান, ৬০ বস্তা গমের ভুষি, ২০/২৫ বস্তা চালের কুড়া খাদ্য সাহেবআলীকে খাওয়ানো হয়েছে বলে জানান তিনি।দাম জানতে চাইলে সামসু ফকির বলেন, ৭ লাখ টাকায় ষাঁড়টি বিক্রি করতে চাচ্ছিলাম। তবে এখন সাড়ে ৫ লাখ টাকা পেলে বিক্রি করে দেব বলে ভাবছি।

এখন পর্যন্ত কেউ কিনতে এসেছে কিনা প্রশ্নে তিনি বলেন, ৪ লাখ ৮০ হাজার টাকা পর্যন্ত ক্রেতারা ষাঁড়টির দাম বলেছে। আপ্লুত কণ্ঠে সামসু ফকির বলেন, আমার শরীরের চেয়েও বেশি যত্ন করে পালন করেছি একে। ভাল দাম পেতে শনিরআখড়া হাটে একে নিয়ে এসেছি।


শর্টলিংকঃ