Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

দেশব্যাপী ধর্ষণের প্রতিবাদে রাবিতে সংহতি সমাবেশ


রাবি প্রতিনিধি:

‘সহ্যের সীম ভাঙ্গুন, রুখে দাঁড়ান, ধর্ষকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন’ প্রতিপাদ্যে চলমান ধর্ষণের প্রতিবাদে সংহতি সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লেখক ও পাঠকের সূতিকারগার ‘উত্তরণ’ প্রত্রিকা।

দেশব্যাপী ধর্ষণের প্রতিবাদে রাবিতে সংহতি সমাবেশ

সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সংহতি সমাবেশর আয়োজন করা হয়।

সমাবেশে বক্তারা বলেন, সারাদেশে যে ধর্ষণ চলছে তার দায় আমাদেরকেই নিতে হবে। কারণ এর কোন প্রতিবাদে আমরা আওয়াজ তৈরি করতে পারছি না। এসময় তারা ধর্ষকদের বিরুদ্ধে সচেতন ও প্রতিরোধ গড়ে তুলতে ঐক্যবদ্ধ হতে হবে।

বক্তারা আরও বলেন, দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে যারা তাদের সংখ্যা এক শতাংশও হবে না। কিন্তু আর বাদবাকি ৯৯ শতাংশ মানুষ আমরা নিরবে তাকিয়ে সেসব কর্মকাণ্ড দেখছি। এর কোনো প্রতিবাদ বা প্রতিরোধ গড়ে তুলতে পারছি না। আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে রুখে দাড়াই তাহলে এর প্রতিরোধ করা সম্ভব হবে।

আরও পড়ুনঃটাকা না পেয়ে ছাগল নিয়ে যাওয়ায় দুই এএসআই ক্লোজড

এসময় বক্তব্য দেন সাহিত্য পত্রিকা ‘উত্তরণ’র সম্পাদক ও সমন্বয়কারী মহব্বত হোসেন মিলন, রাকসু আন্দোলন মঞ্চের সমন্বয়ক আব্দুল মজিদ অন্তর, উত্তরণ’র নির্বাহী সম্পাদক আজিজুল হক, সদস্য রাশেদুল ইসলাম, তাসফিয়া তুলি, সোহাগ শিকদার প্রমুখ। সমাবেশে বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


Exit mobile version