Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

দেশে আধুনিক প্রযুক্তির মিউজিয়াম বাস


ইউএনভি ডেস্ক:

বিজ্ঞান ও প্রযুক্তির জগতে এবার সংযোজন হচ্ছে বিজ্ঞান জাদুঘরের অত্যাধুনিক মডেলের মিউজিয়াম বাস। এ বাসগুলো ‘ভ্রাম্যমাণ বিজ্ঞান জাদুঘর’ হিসেবে শিক্ষার্থীদের বিজ্ঞান শিক্ষা দেওয়ার কাজে ব্যবহার করা হবে। ৫ জানুয়ারি বিজ্ঞান জাদুঘর সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, প্রতিটি আড়াই কোটি টাকার বেশি মূল্যমানের বাসে ১৫৮ ধরনের প্রদর্শনযোগ্য বিষয় থাকবে, সেগুলোর মধ্যে হিউম্যানয়েড রোবট, হাইড্রো পাওয়ার মডেল, সিম্পল হারমোনিক মোশন, ভ্যান ডি গ্রাফ জেনারেটর, লজিক গেট, নাম্বার কনভারশন সিস্টেম, হিউম্যান বডি মডেল ও শক্তিশালী ৩০টি অত্যাধুনিক কম্পিউটার উল্লেখযোগ্য। বাসগুলোর বডি ফেব্রিকেশনের কাজ প্রায় শেষ হয়েছে। এখন যন্ত্রপাতি বসানোর কাজ চলছে বিজ্ঞান জাদুঘর ক্যাম্পাসে।


Exit mobile version