দেশে করোনা ঝুঁকি নির্ণয়ে কনট্যাক্ট ট্রেসিং অ্যাপের উদ্বোধন


ইউএনভি ডেস্ক:
দেশে করোনা ঝুঁকি নির্ণয়ের জন্য কনট্যাক্ট ট্রেসিং অ্যাপের উদ্বোধন করলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।বৃহস্পতিবার বিকালে অনলাইনে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে এই সেবার উদ্বোধন করেন তিনি।

দেশে করোনা ঝুঁকি নির্ণয়ে কনট্যাক্ট ট্রেসিং অ্যাপের উদ্বোধন

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম পিএএ, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ এবং রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটের (আইইডিসিআর) এর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

দেশে প্রতিনিয়ত বাড়ছে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা। করোনায় আক্রান্ত রোগীদের সংস্পর্শে আসা ব্যক্তিদের শনাক্তে কনট্যাক্ট ট্রেসিং অ্যাপসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ব্লুটুথ ও জিপিএসের মাধ্যমে ব্যবহারকারীর বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে অ্যাপসটি জানিয়ে দেবে তিনি করোনা আক্রান্ত কারো কাছাকাছি ছিলেন কিনা।

এর পাশাপাশি ব্যবহারকারীরা পাবে বিভিন্ন পরামর্শ।অনুষ্ঠানে কোভিড-১৯ কনট্যাক্ট ট্রেসিং অ্যাপটি সম্পর্কিত একটি প্রেজেন্টেশন দেন অনলাইন প্ল্যাটফর্ম “সহজ”-এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মালিহা এম কাদির।এই অ্যাপসটি তৈরিতে কাজ করেছেন আইসিটি বিভাগ, স্বাস্থ্য অধিদফতর, আইইডিসিআর, এটুআই, মোবাইল গেইম অ্যাপ্লিকেশন্স প্রকল্প এবং অনলাইন প্ল্যাটফর্ম “সহজ”।

অ্যাপসটি তৈরিতে প্রযুক্তিগত সহযোগিতা করেছে অনলাইন প্ল্যাটফর্ম “সহজ”। উদ্বোধনী অনুষ্ঠানে উক্ত প্রতিষ্ঠানসমূহের ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। পরীক্ষামূলক ভাবে চালু করা কোভিড-১৯ কনট্যাক্ট ট্রেসিং অ্যাপ এর ডাউনলোড লিংক-https://bit.ly/coronatracerbd


শর্টলিংকঃ