- ইউনিভার্সাল ২৪ নিউজ - https://universal24news.com -

দেশে ফিরলেন মালদ্বীপে আটকে পড়া ৩৫৩ বাংলাদেশি


ইউএনভি ডেস্ক:
দেশে ফিরেছেন করোনাভাইরাসের কারণে লকডাউনে মালদ্বীপে আটকে পড়া ৩৫৩ জন বাংলাদেশি। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইটে তারা শনিবার (১৬ মে) দেশে ফেরেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, তাদের বহনকারী বিমানটি রাত ৯টা ৫৮ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

মালদ্বীপে করোনা রোগীদের চিকিৎসা কেন্দ্র নির্মাণে সহায়তায় হাত বাড়িয়েছে বাংলাদেশ। বিমান বাংলাদেশ এয়ারলাইনস নির্মাণাধীন হাসপাতালের মেডিক্যাল সরঞ্জামের একটি চালান মালদ্বীপ পৌঁছিয়ে দিয়েছে।

শনিবার (১৬ মে) সকালে বিমানের বিশেষ একটি ফ্লাইট হাসপাতালটির জন্য মেডিক্যাল সরঞ্জাম নিয়ে মালদ্বীপের ভেলেনা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। ফিরতি ফ্লাইটে মালদ্বীপ থেকে স্বেচ্ছায় দেশে ফিরতে নিবন্ধিত অবৈধ প্রবাসী বাংলাদেশিদের দেশে নিয়ে আসা হলো।

এদিকে, হাসপাতালের মেডিক্যাল সামগ্রীর চালান পরিবহনে সহযোগিতা করায় বিমান বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছে মালদ্বিভিয়ান এয়ারলাইনস।