Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

দেশে স্মার্টফোন সরবরাহে শীর্ষ পাঁচে কারা?


ইউএনভি ডেস্ক:

বাংলাদেশের বাজারে ২০১৯ সালে স্মার্টফোন সরবরাহের হিসাবে শীর্ষ পাঁচ মোবাইল ব্র্যান্ডের একটি তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক ডেটা করপোরেশন (আইডিসি)।সোমবার প্রকাশিত ‘ওয়ার্ল্ডওয়াইড কোয়ার্টারলি মোবাইল ফোন ট্র্যাকার, কিউ৪ ২০১৯’ শীর্ষক আইডিসির ওই প্রতিবেদনে এই তালিকা প্রকাশ করা হয়।

এতে প্রথম স্থানে রয়েছে স্যামসাং। ২০১৯ সালে ১১ লাখ ২০ হাজার স্মার্টফোন বাজারে ছেড়েছে তারা। যা স্মার্টফোনের মোট বাজারের ১৬ দশমিক ১ শতাংশ। বছরটিতে ব্র্যান্ডটির প্রবৃদ্ধি বেড়েছে ৮৭ দশমিক শতাংশ।একটুর জন্য স্যামসাংকে ধরতে না পারলেও একেবোরে ঘাড়ে নিশ্বাস ফেলছে সিম্ফনি।

আসলে এবার সিম্ফোনি প্রথম স্থান হারিয়েছে। বছরটিতে তাদের প্রবৃদ্ধি বাড়ার বদলে কমেছে বেশ। এটি ২৯ দশমিক ৫ শতাংশ নেমেছে। দ্বিতীয় স্থানে থাকা ব্র্যান্ডটি ২০১৯ সালে স্মার্টফোন সরবরাহ করেছে ১০ লাখ ৮০ হাজার। যা স্মার্টফোনের মোট বাজারের ১৫ দশমিক ৫ শতাংশ।

তৃতীয় স্থানে রয়েছে ট্র্যানশান। কোম্পানিটির স্মার্টফোন ব্র্যান্ড হলো টেকনো। তারা ৯ লাখ ৪০ হাজার স্মার্টফোন সরবরাহ করেছে। স্মার্টফোন ক্যাটাগরির বাজার শেয়ারে এটি ১৩ দশমিক ৫ শতাংশ। প্রবৃদ্ধি বেড়েছে ১৪ দশমিক ৩ শতাংশ।

৭ লাখ ৩০ হাজার স্মার্টফোন সরবরাহ করে চতুর্থ স্থানে ওয়ালটন। বাজার দখলে এটি ১০ দশমিক ৫ শতাংশ। প্রবৃদ্ধি বেড়েছে ২৩ দশমিক ৬ শতাংশ।পঞ্চম স্থানে জায়গা পেয়েছে শাওমি। দেশের বাজারে ৭ লাখ ১০ হাজার স্মার্টফোন ছেড়েছে তারা। যা বাজার শেয়ারে ১০ দশমিক ৩ শতাংশ। ব্র্যান্ডটি প্রবৃদ্ধি বেড়েছে ৮০ দশমিক ৬ শতাংশ।এছাড় অন্যান্য সব ব্র্যান্ডের মোট সরবরাহ ২৩ লাখ ৭০ হাজার স্মার্টফোন। এটি মোট বাজারের ৩৪ দশমিক ১ শতাংশ। মোট হিসাবে এসব ব্র্যান্ডের প্রবৃদ্ধি নেমেছে ১৮ দশমিক ৮ শতাংশ।


Exit mobile version