দেড় যুগ পর একসাথে আসিফ-ইথুন


ইউএন বিনোদন ডেস্ক:

আজ থেকে প্রায় ১৮ বছর আগে সঙ্গীতশিল্পী আসিফের দেশ মাতানো অ্যালবাম ‘ও প্রিয়া তুমি কোথায়’র কথা ও সুর করেছিলেন ইথুন বাবু। সেই অ্যালবামের সাফল্যের পর ব্যক্তিগত সম্পর্কে শীতলতা আসায় একসঙ্গে আর কাজ করেননি এ দুই তারকা। এর মধ্যে অভিমানের পাহাড় গলে গেছে। একসঙ্গে আড্ডা কিংবা আলোচনায় দু’জনকে প্রায়ই দেখা যায়।

এবার ১৮ বছর পর আবারও একসঙ্গে গান করতে দেখা যাবে তাদের। ইথুন বাবুর কথা ও সুরে নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন আসিফ আকবর।

‘চুপচাপ কষ্টগুলো’ শিরোনামের গানটির সঙ্গীতায়োজনও ইথুন বাবুর করা। তার সঙ্গে সহযোগিতা করেছেন রোজেন। এরই মধ্যে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। আগামী ৩০ জানুয়ারি এর ভিডিও শুটিং হবে। এরপর ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে গানটি দেশের জনপ্রিয় সঙ্গীত প্রযোজনা সংস্থা ধ্রুব মিউজিক স্টেশন থেকে প্রকাশ হবে।

দীর্ঘদিন পর ইথুন বাবুর কথা ও সুরে গানে কণ্ঠ দেয়া প্রসঙ্গে আসিফ আকবর বলেন, ভালো লাগাটা অন্যরকম। কারণ প্রথম কাজ ছিল তার সঙ্গে। অভিমান ছিল, সেটা এখন আর নেই। আবারও নিয়মিত কাজ করার ইচ্ছা আছে।

ইথুন বাবু বলেন, আমি নিয়মিত গান লিখি, সুর করি। আসিফের সঙ্গে ১৮ বছর ধরে কোনো কাজ করা হয়নি। অনেকদিন পর দুই ভাই একসঙ্গে কাজ করতে পেরে ভালো লাগছে।


শর্টলিংকঃ