ধানের মণ এক হাজার টাকা করার দাবি ছাত্র ফেডারেশনের


নিজস্ব প্রতিবেদক :

কৃষক পর্যায়ে ধানের ন্যায্য দাম নিশ্চিত করার দাবিতে রাজশাহীতে মানববন্ধন করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন। বেলা ১১টায় নগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে সংগঠনটির মহানগর শাখার উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।  

নগরীতে ছাত্র ফেডারেশনের মানববন্ধন

এই সময় ধানের ন্যায্য মূল্য নিশ্চিত কর, কৃষক বাঁচাওসহ নানা শ্লোগান তুলে বিক্ষোভও করে তারা।

এ সময় বক্তব্য রাখেন ছাত্র ফেডারেশন রাজশাহী মহানগর এর আহ্বায়ক ইয়াসিন আরাফাত, সাধারণ সম্পাদক জিন্নাত আরা সুমু, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক মোহাব্বত হোসেন মিলন ও  সাবেক ছাত্রনেতা  জুয়েল রানা।

বক্তারা  বলেন, কৃষকের ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে।কালোবাজারি, মধ্যস্থতাকারী ও সুবিধাভোগী গোষ্ঠীকে বিলুপ্ত করে সরাসরি কৃষকের কাছ থেকে ধান ক্রয় করতে হবে এবং সরকারী নীতি কৃষক ন্ধব করতে হবে।  ধানের মণ প্রতি নিম্নে ১০০০ টাকা করার দাবী জানান তারা।

 


শর্টলিংকঃ