ধামইরহাটে ফেনসিডিল ও মদসহ মাদক ব্যবসায়ী আটক


ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর ধামইরহাটে ফেনসিডিল ও মদসহ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। উপজেলার বিভিন্নস্থানে পৃথক অভিযান চালিয়ে ১০৬ বোতল ফেনসিডিল ও ১৫ বোতল মদ আটক করে বিজিবি। এদিকে এক চিহিৃত মাদক ব্যবসায়ীকে আটক করায় এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে।

১৪ বিজিবি পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল এসএম নাদিম আরেফিন সুমন,পিএসসি জানান,বুধবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার কালুপাড়া বিওপির টহল কমান্ডার হাবিলদার আবুল কালামের নেতৃত্বে বিজিবি সদস্যরা উত্তর চকরহমতপুর গ্রামে অভিযান চালায়। অভিযানে উপজেলার মইশড় গ্রামের বাবুল হোসেনের ছেলে চিহিৃত মাদক ব্যবসায়ী রনি হাসান (২৩) কে ২৪ বোতল ফেনসিডিলসহ আটক করে।

অপরদিকে মঙ্গলবার রাতে পাগলদেওয়ান বিওপির বিজিবি সদস্যরা রুপনারায়ণপুর গ্রামে পৃথক দুটি অভিযান চালিয়ে ২২ বোতল ফেনসিডিল এবং ১৫ বোতল মদ আটক করে। এছাড়া একই রাতে চকচন্ডি বিওপির সদস্যরা কুলফতপুর গ্রামে অভিযান চালিয়ে ৬০ বোতল ফেনসিডিল আটক করে। আটককৃত ফেনসিডিল ও মদের সিজার মূল্য প্রায় ৬৬ হাজার ৫০ টাকা। মইশড় গ্রামের চিহিৃত মাদক ব্যবসায়ী রনি হাসান আটক হওয়ায় এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে।


শর্টলিংকঃ