ধামইরহাটে বিজিবি’র হাতে চোরকারাবারী আটক


ধামইরহাট প্রতিনিধি:

ধামইরহাট সীমান্তে বিজিবি পৃথক অভিযান চালিয়ে ১৬৯ বোতল ফেনসিডিলসহ ১ চোরকারাবারীকে আটক করেছে। রবিবার রাতে এসব অভিযান প্রিচালনা করা হয়।

১৪ বিজিবি পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল এসএম নাদিম আরেফিন সুমন,পিএসসি বলেন, রবিবার রাতে উপজেলার চকচন্ডি বিওপির টহল কমান্ডার সুবেদার আব্বাস আলীর নেতৃত্বে বিজিবি সদস্যরা চকচন্ডী পাকা রাস্তার মোড় নামকস্থানে অভিযান চালায়। অভিযানে একটি টাটা পিকআপ (ঢাকা মেট্রো-ন-২০-৩০৫৮) গাড়ীসহ ৯৯ বোতল ফেনসিডিলসহ কৈগ্রামের আব্দুস সামাদের ছেলে আব্দুল করিম (৩৫) কে আটক করে।

এছাড়া ওই দিন রাত ১১টার দিকে উপজেলার পাগলদেওয়ান বিওপির নায়েব সুবেদার ইদ্রিস আলীর নেতৃত্বে রুপনারায়পুর গ্রামে অভিযান চালিয়ে ৭০ বোতল ফেনসিডিল ও ২৬ বোতল মদ আটক করা হয়। আটককৃত মালমালের সিজার মূল্য প্রায় ১২ লাখ ৫৪ হাজার টাকা।


শর্টলিংকঃ