Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

ধোনিকে টপকে তৃতীয় স্থানে কোহলি


ইউএনভি ডেস্ক:

অধিনায়ক হিসেবে টি-২০ ক্রিকেটে সর্বোচ্চ রানের দিক দিয়ে তৃতীয় স্থানে উঠে এলেন ভারতের বিরাট কোহলি। গতকাল বুধবার হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচে ২৭ বলে ৩৮ রান করে তৃতীয় স্থানে জায়গা করে নেন তিনি।

এতে পেছনে পড়লেন কোহলির সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। টি-২০ ক্রিকেটে অধিনায়ক হিসেবে কোহলির রান এখন ৩৬ ম্যাচে ১,১২৬। অধিনায়ক হিসেবে ৭২ ম্যাচে ১,১১২ রান রয়েছে ধোনির। ধোনিকে টপকে যেতে কোহলির ২৫ রান দরকার ছিলো।

এই তালিকায় সবার উপরে আছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু-প্লেসিস। ৪০ ম্যাচে ১,২৭৩ রান করেছেন তিনি। দ্বিতীয়স্থানে আছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। ৪২ ম্যাচে ১,২৪৩ রান করেছেন তিনি। আজ তৃতীয় ম্যাচে ৪৮ বলে ৯৫ রানের নান্দনিক ইনিংস খেলেন উইলিয়ামসন।


Exit mobile version