নওগাঁয় আরো তিন পুলিশ করোনা সংক্রমিত


নিজস্ব প্রতিবেদক, নওগাঁ : 
নওগাঁয় নতুন করে আরও তিনজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তিনজনই পুলিশ সদস্য। শুক্রবার জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। এ নিয়ে জেলায় করোনাভাইরাস শনাক্ত হওয়া রোগীর সংখ্যা দাঁড়াল ৯২ জনে। এর মধ্যে একজন ওসিসহ ১৬ জন পুলিশ সদস্য এবং পাঁচ চিকিৎসকসহ ১৭ জন স্বাস্থ্যকর্মী। জেলায় মোট আক্রান্তের ৩৬ শতাংশই স্বাস্থ্যকর্মী ও পুলিশ।


নওগাঁ সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাব থেকে ২৪৪টি নমুনা পরীক্ষার ফলাফল আসে। এতে চারজনের করোনা পাওয়া যায়। চারজনের মধ্যে একজন পুরোনো রোগী। দ্বিতীয় দফা পরীক্ষায় ওই একজনের আবারও করোনা পজিটিভ আসে। নতুন শনাক্ত তিনজনের সবাই পুলিশ সদস্য। ওই তিনজনের মধ্যে নওগাঁ গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এক উপপরিদর্শক (এসআই) ও অপর দুজন নওগাঁ পুলিশ লাইনসে সংযুক্ত কনস্টেবল।

সিভিল সার্জন আকন্দ মো. আখতারুজ্জামান বলেন, পূর্বে সংক্রমিত পুলিশ সদস্যদের সংস্পর্শে আসায় নতুন তিন পুলিশ সদস্য শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। আক্রান্ত ব্যক্তিরা নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন।

পুলিশ সুপার আবদুল মান্নান মিয়া বলেন, জীবনের ঝুঁকি জরুরি পুলিশি সেবা কার্যক্রম চালিয়ে যেতে হচ্ছে পুলিশ। এ জন্যই তাঁদের মধ্যে সংক্রমণের হার বেশি। তিনি আরও বলেন, বর্তমান করোনা পরিস্থিতিতে নওগাঁ এসপির কার্যালয়, ডিবি পুলিশ, জেলার ১১টি থানাসহ পুলিশের প্রতিটি ইউনিট দুই পালা করে কার্যক্রম চালানো হচ্ছে।

নওগাঁ জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত ২৩ এপ্রিল একজন নার্সের শরীরে। এখন পর্যন্ত এ জেলায় করোনাভাইরাসে মোট সংক্রমিত ব্যক্তির সংখ্যা ৯২ জন। এদের মধ্যে ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৪ জন। করোনায় মৃত্যুর কোনো ঘটনা নেই।


শর্টলিংকঃ