Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

নওগাঁয় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত


নিজস্ব প্রতিবেদক ,নওগাঁ:

নওগাঁয় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। “দুর্যোগ ঝুঁকিহ্রাসে পূর্ব প্রস্তুতি টেকসই উন্নয়নে আনবে গতি” প্রতিপাদ্য বিষয় নিয়ে এ বছর বাংলাদেশে দিবসটি পালিত হচ্ছে।

নওগাঁ জেলা প্রশাসন আয়োজিত কর্মসূচীর অংশ হিসেবে বেলা সাড়ে ১১টায় জেলা স্কুল থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি উদ্বোধন করে এতে নেতৃত্ব দেন জেলা প্রশ্সাক মোঃ হারুন-অর-রশীদ। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে কেডি সরকারী উচ্চ বিদ্যালয় চত্বরে এসে শেষ হয়।

পরে সেখানে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক উত্তম কুমার রায়-এর সভাপতিত্বে আয়োজিত আলোচনাসভায় অতিরিক্ত পুলিশ সুপার মোছাঃ ফারজানা হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, জেলা ত্রান ও পুনর্বাসন কর্মকর্তা এ কে এম আব্দুল মান্নান এবং চ্যানেল আই প্রতিনিধি ইমরুল কায়েশ বক্তব্য রাখেন।

সব শেষে সেখানে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স কর্মীরা বিভিন্ন দুর্যোগকালীন এবং দুর্যোগ পরবর্তী করনীয় নানাদিক তুলে ধরে এক মহড়া প্রদর্শন করে।

 


Exit mobile version