নওগাঁয় জাতীয় ভোটার দিবস পালিত


নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:

“ভোটার হয়ে ভোট দেব, দেশ গড়ায় অংশ নেবো” এই প্রতিপাদ্যকে সামণে রেখে নওগাঁয় র‌্যালী ও আলোচানা সভার মধ্য দিয়ে পালিত হয় জাতীয় ভোটার দিবস ২০২০।

বেলুন ফেস্টুন উড়িয়ে জাতীয় ভোটার দিবস ২০২০ এর শুভ উদ্বোধন
বেলুন ফেস্টুন উড়িয়ে জাতীয় ভোটার দিবস ২০২০ এর শুভ উদ্বোধন

রবিবার (২মার্চ) বেলা ১১টায় জেলা নির্বাচন কমিশন নওগাঁ এর আয়োজনে শহরের সার্কিট হাউজ প্রাঙ্গণ থাকে জাতীয় ভোটার দিবসের র‌্যালী বের হয়ে সদর উপজেলায় এসে শেষ হয়। র‌্যালী শেষে নওগাঁ সদর উপজেলা অডিটিরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালী ও আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ফেস্টুন উড়িয়ে জাতীয় ভোটার দিবস ২০২০ এর শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক হাররুন-অর-রশিদ ।

আরোও পড়ুন: ভাঙ্গুড়ায় কোটি টাকা আত্মসাতের অভিযোগে চেয়ারম্যানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নওগাঁ জেলা নির্বাচন কমিশনার নওগাঁ মাহামুদুল হাসান এর সভাপতিত্বে র‌্যালী ও আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া বিপিএম, নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মামুনসহ জেলা ও উপজেলা কর্মকর্তা ও কর্মচারী এবং শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

 


শর্টলিংকঃ