নওগাঁয় পুলিশ ও চিকিৎসকসহ ৩২ জনের করোনা শনাক্ত


নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:

নওগাঁয় নতুন করে আরও ৩২ জনের শরীরে প্রাণঘাতি করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে দুইজন ওসি, তিনজন চিকিৎসক ও চারজন স্বাস্থ্যকর্মী রয়েছেন। মঙ্গলবার (০৫ মে ) সন্ধ্যায় নওগাঁর ডেপুটি সিভিল সার্জন ডা. মনজুর মুর্শেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আইইডিসিআর থেকে পাঠানো ৭৩টি নমুনার ফলাফলে জেলায় নতুন করে ৩২ জনের করোনা আক্রান্তের তথ্য জানানো হয়েছে। আক্রান্তদের মধ্যে জেলার রাণীনগর উপজেলায় ৭ জন, মহাদেবপুরে ৬ জন, নিয়ামতপুরে ৮ জন, সাপাহারে ৭ জন, পত্নীতলায় ২ জন, ধামইরহাটে ১ জন, ও বদলগাছী উপজেলায় ১ জন। ডেপুটি সিভিল সার্জন জানান, আক্রান্ত ব্যক্তিদের মধ্যে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি), ওসি তদন্ত, মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ২ জন ও রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১ জন মেডিকেল অফিসার, নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩ জন ও বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১ জন স্বাস্থ্যকর্মী রয়েছেন।

এদিকে, করোনা পজিটিভ রিপোর্ট পাওয়ার পর করোনা আক্রান্তদের সংস্পর্শে আসা ব্যাক্তিদের চিহ্নিত করে হোম কোয়ারেন্টাইনে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করেছে জেলা প্রশাসন ও সিভিল সার্জন দফতর।

আরও পড়তে পারেন একমাসে করোনা রোগী বেড়েছে ১০ হাজার ৮৫৯ জন


শর্টলিংকঃ