নগরভবনে বঙ্গবন্ধু কর্ণার পরিদর্শন করলেন আরেফিন সিদ্দিকী


নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী নগরভবনের বঙ্গবন্ধু কর্ণার পরিদর্শন করেছেন ঢাকা  বিশ্ববিদ্যিালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ. আ. ম. স আরেফিন সিদ্দিকী। বৃহস্পতিবার দুপুরে বঙ্গবন্ধু কর্ণার পরিদর্শন করেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যিালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ. আ. ম. স আরেফিন সিদ্দিকী দুপুরে নগরভবনে আসলে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। শুভেচ্ছা জানানোর পর মেয়র খায়রুজ্জামান লিটন ঢাবির সাবেক উপাচার্য আরেফিন সিদ্দিকীকে বঙ্গবন্ধু কর্ণারে নিয়ে যান। এ সময় ঢাবির সাবেক উপাচার্যকে বঙ্গবন্ধু কর্ণার ঘুরে দেখান মেয়র।

বঙ্গবন্ধু কর্ণার পরিদর্শন শেষে মন্তব্য বইয়ে মন্তব্য লিখেন সাবেক উপাচার্য।এ সময় কবিকুঞ্জের সভাপতি মুক্তিযোদ্ধা অধ্যাপক রুহুল আমিন প্রামাণিক, সাধারণ সম্পাদক কবি আরিফুল হক কুমার, রাজশাহী বিশ^বিদ্যালয়ের সাবেক ছাত্র-উপদেষ্টা অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার তাপু উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের উদ্যোগে গত বছরের ২৩ ডিসেম্বর বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন করা হয়। বঙ্গবন্ধু কর্ণারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ জাতীয় চার নেতার দুর্লভ আলোকচিত্র ও বঙ্গবন্ধুকে নিয়ে লেখা বিভিন্ন বই স্থান পেয়েছে।

 


শর্টলিংকঃ