Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

নগরীতে পদ্মায় ডুবে শিক্ষার্থীর মৃত্যু


নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী নগরীর পদ্মা নদীতে পানিতে ডুবে সাজিদ (১৬) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার পাঠানপাড়া মুক্তমঞ্চের সামনে পদ্মানদীতে গোসল করতে গিয়ে সে ডুবে যায়। নিহত সাজিদ পুঠিয়া ধোপাপাড়া এলাকার কায়েস উদ্দিন সাগরের পুত্র।

সাজিদ এবার এস.এস.সি পরীক্ষায় পাশ করেছে। এবং এইচএসসিতে ভর্তি হওয়ার জন্য নগরীর মালোপাড়া এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে থাকতো।

জানা গেছে, রোববার দুপুরে সে কয়েকজন বন্ধুর সঙ্গে পদ্মা নদীতে গোসল করতে যায়। কিন্তু সে সাঁতার না জানায় গোসলের এক পর্যায়ে গভীর পানিতে তলিয়ে যায়। তাকে অনেক খোঁজাখুজি করে না পেয়ে তার বন্ধুরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দফতরে খবর দেন।

পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দফতরের ডুবুরী নুরুন্নবীর নেতৃত্বে স্থানীয় জেলেদের সহযোগীতায় ডুবুরী রিপন ও জুয়েল সাজিদকে উদ্ধার করে। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৩২ নম্বর ওয়ার্ডে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

 


Exit mobile version