‘নতুন প্রজন্ম বই থেকে অনেক দূরে’


ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি:

নতুন প্রজন্ম বই থেকে অনেক দূরে সরে গেছে। বর্তমান প্রজন্মকে বইমুখি করতে হবে। বইমুখি করার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা করতে হবে। তবে, যারা বইয়ের প্রকৃত পাঠক তারা সব সময় বই পড়ে। বাড়ির বড়রা বই পড়লে তাদের দেখে ছোটরাও বই পড়বে।

মঙ্গলবার বিকালে ভাঙ্গুড়া সচেতন সাহিত্য-সাংস্কৃতিক পরিষদের আয়োজনে সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন স্কুল এন্ড কলেজ মাঠে আট দিন ব্যাপি ২৭তম বই মেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতিক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাবনা-৩ এলাকার সংসদ সদস্য ও ভুমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আলহাজ মোঃ মকবুল হোসেন। সচেতন সাহিত্য-সাংস্কৃতিক পরিষদের সভাপতি আব্দুল খালেকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পাবনার অতিরিক্ত পুলিশ সুপার শামীমা আক্তার, ভাঙ্গুড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ বাকি বিল্লাহ, সরকারি হাজী জামাল উদ্দিন কলেজের অধ্যক্ষ মোঃ শহিদুজ্জামান, পৌর মেয়র গোলাম হাসনাইন রাসেল, উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আশরাফুজ্জামান, জেলা পরিষদ সদস্য আসলাম আলী ও গুলশাহানারা পারভীন লিপি, সচেতনের সাধারন সম্পাদক রকিবুল ইসলাম বাবুল প্রমুখ।

পরে প্রতিমন্ত্রী বইয়ের স্টল পরিদর্শন করেন। উদ্বোধনী অনুষ্ঠানের আগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সচেতনের সাধারন সম্পাদক রকিবুল ইসলাম বাবুল বলেন, মেলায় বইসহ ৫০টি স্টল রাখা হয়েছে। আর এ উৎসব চলবে ১০ মার্চ পর্যন্ত।


শর্টলিংকঃ