নতুন মুদ্রানীতি ঘোষণা ৩০ জানুয়ারি


ইউএন ডেস্ক নিউজ:

বাংলাদেশ ব্যাংকের লোগো।

চলতি অর্থবছরের (২০১৮-১৯) দ্বিতীয়ার্ধের মুদ্রানীতি আগামী ৩০ জানুয়ারি (বুধবার) ঘোষণা করা হবে। নতুন এই মুদ্রানীতি ঘোষণা করবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির।

ওইদিন বেলা সাড়ে ১১টায় কেন্দ্রীয় ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে সাংবাদিকদের উপস্থিতিতে এক অনুষ্ঠানে এই মুদ্রানীতি ঘোষণা করা হবে।

এ সময় বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্সের মহাব্যবস্থাপক ও সহকারী মুখপাত্র জী. এম. আবুল কালাম আজাদ বলেন, মুদ্রানীতি নিয়ে গর্ভনর ও অন্যান্য কর্মকর্তারা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেবেন।

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ, চেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাডভাইজার, ডেপুটি গর্ভনর, নির্বাহী পরিচালক, মহাব্যবস্থাপক ছাড়াও মুদ্রানীতি বিভাগের কর্মকর্তারা।

অনুষ্ঠানে ২০১৮-১৯ অর্থবছরের দ্বিতীয়ার্ধের (জানুয়ারি-জুন,২০১৯) জন্য বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি সম্বলিত ‘মনিটারি পলিসি স্টেটমেন্ট’ প্রকাশ করা হবে।#

সূত্র: প্রথম আলো


শর্টলিংকঃ