Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

নাঈম ও শাবনাজের মেয়ে মাহাদিয়ার নতুন গান ভাইরাল


বিনোদন ডেস্ক:

গানের ভূবনে অনুপ্রবেশ ঘটল নব্বইয়ের দশকের ঢাকাই ছবির অন্যতম জনপ্রিয় জুটি নাঈম ও শাবনাজের ছোট সন্তান মাহাদিয়ার।নিজের ইউটিউব প্ল্যাটফর্মে দুটি গানের ভিডিও প্রকাশ করেছেন মাহাদিয়া।

মাহাদিয়ার কণ্ঠে গাওয়া গান দুটো হলো – নিউজিল্যান্ডের জনপ্রিয় গায়িকা লর্ডের রয়্যালসের একটি গান ও উপমহাদেশের প্রখ্যাত গায়িকা আশা ভোঁশলের গাওয়া ‘যেতে দাও আমায় ডেকো না’।

গানকে খুব ভালোবাসেন মাহাদিয়া। ছোটবেলা থেকেই শাস্ত্রীয় সংগীত ও গজলে তালিম নিচ্ছেন। নজরুলসংগীতের ওপরও ভালো দখল রয়েছে তার। তবে ইংরেজি গানের ওপর সবসময়ই আকর্ষণ অনুভব করেন তিনি। সেজন্য শুনে শুনেই ইংরেজি গান শিখেছেন বলে জানিয়েছেন মাহাদিয়া।

বাবা-মা ছিলেন সুপারহিট চিত্রতারকা। তাদের মতো অভিনয় জগতে না এসে গানের ভূবনে এলেন কেন প্রশ্নে মাহাদিয়া বলেন, ‘ গানের বিষয়টি আমার বংশগত। আমার পরিবারের সবাই ভালো গান গায়। বিশেষকরে বাবা অনেক ভালো গান জানেন। দাদি আর ফুফুরাও দারুণ গায়। নামিরা আপু আমাকে এ বিষয়ে বেশ অনুপ্রাণিত করেছেন। এছাড়া বন্ধুদের থেকে অনেক প্রশংসা আর উৎসাহ পেয়েছি।’

ইংরেজি গান দিয়ে ইউটিউবে আত্মপ্রকাশ বিষয়ে মাহাদিয়া বলেন, ‘ অ্যাডেল ও সেলিন ডিওন আমার অসম্ভব পছন্দের গায়িকা। তাদের গানগুলো গেয়ে গেয়েই মূলত অনুপ্রাণিত হয়েছি। ইংরেজি গান গেয়ে ইনস্টাগ্রামে প্রায়ই আপলোড করতাম। বন্ধুদের প্রশংসা পেয়েছি অনেক। বাবাও পছন্দ করতেন। সব মিলিয়ে গাওয়া হয়ে গেল আর কী।’

মাহাদিয়ার কণ্ঠে আশা ভোঁশলের গাওয়া ‘যেতে দাও আমায় ডেকো না’ কিংবদন্তি গানটি দেখুন –

 


Exit mobile version