নাচোলে এনআরবিসি ব্যাংকের ৭২তম শাখার উদ্বোধন


নাচোল প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে এনআরবিসি ব্যাংকের ৭২তম শাখা উদ্বোধন করা হয়েছে। রোববার বেলা ১২টায় নাচোল পৌর এলাকার দেওয়ান টাওয়ারে আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানের মধ্যমে উদ্বোধন করেন এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান পারভেজ তমাল।

উদ্বোধন উপলক্ষ্যে আলোচনা বক্তব্য রাখেন এনআরবিসি ব্যাংকের পরিচালক রফিকুল ইসলাম মিয়া আরজু, ড.নুরুন নবী , নাচোল পৌর মেয়র আব্দুর রশিদ খাঁন ঝালু, নাচোল সরকারী কলেজের অধ্যক্ষ হাফিজুর রহমান, নাচোল মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান।

এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এনআরবিসি ব্যাংক রাজশাহীর ফাস্ট ভাইস প্রেসিডেন্ট নুরুল হাবিব, এনআরবিসি ব্যাংক নাচোল শাখার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী খন্দকার রাশেদ মাকসুদ। নাচোল উন্নয়ন ফোরামের সদস্য সচীব ও বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব আমানুল্লাহ আল মাসুদ, আধুনিক মার্কেটের ব্যবসায়ী সমিতির সভাপতি মজিবুর রহমান। আরো উপস্থিত ছিলেন নাচোল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান,নাচোল খ.ম সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, নএনআরবিসি ব্যাংকের নাচোল শাখার ব্যবস্থাপক কবির উদ্দিনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, ব্যবসায়ী নেতৃবৃন্দ,বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, ২০১৩ সালে ২ এপ্রিল অনুমোদন নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু করে এনআরবিসি ব্যাংক।

তিনি আরো জানান, ডিজিটাল ব্যাংকিংয়ের সকল সুবিধা নিয়ে এনআরবিসি ব্যাংকের ৭২টি শাখা, ১০০টি উপ-শাখা (স্পেশাল ব্রাঞ্চ) এবং ১০০টি এটিএম বুথ চালু রয়েছে সারাদেশে। উল্লেখ্য, নাচোলে তিনটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক সোনালী ব্যাংক লিঃ, জনতা ব্যাংক লিঃ ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক থাকলেও পূর্ণাঙ্গ কোনো বেসরকারি ব্যাংক ছিল না। বেসরকারি ব্যাংক হিসেবে এনআরবিসিই প্রথম শাখার উদ্বোধন হলো।

 


শর্টলিংকঃ