Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

নাচোলে নানা কর্মসূচির মধ্য দিয়ে কমিউনিটি পুলিশিং ডে পালিত


নাচোল প্রতিনিধি:
“পুলিশই জনতা জনতাই পুলিশ”এ প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত হলো চাঁপাইনবাবগঞ্জের নাচোলে কমিউনিটি পুলিশিং ডে-২০১৯। আজ শনিবার সকাল ১০টায় নাচোল থানা চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালী পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনাসভায় মিলিত হয়।

নাচোল থানার অফিসার ইনচার্জ সেলিম রেজার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা, পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নাঈম মুন্নি।

সভায় বক্তাগণ সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং, বাল্যবিয়ে প্রতিরোধ কল্পে জনসারণ যেন থানা পুলিশকে সার্বিক সহযোগিতা করেন সে ব্যাপারে সর্বস্তরের জনগনকে এগিয়ে আসার আহবান জানানো হয়। পরে কমিউনিটি পুলিশিং-ডে উপলক্ষে রচনা ও চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আলোচনাসভায় বক্তাগণ সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং, বাল্যবিয়ে রোধ কল্পে জনসারণ যেন থানাপুলিশকে সহযোগিতা করে সে ব্যাপারে আলোচনা হয়। অপরদিকে “পুলিশই জনতা জনতাই পুলিশ” এ প্রতিপাদ্যটি যেন জনতা-পুলিশ মিলেমিশে সমাজের বিশৃঙ্খলা দুর করে সামাজিক শান্তি প্রতিষ্ঠা করা যায় সেদিকে লক্ষ্য রাখার আহ্বান জানান বক্তগণ।


Exit mobile version