নাচোলে ভাইস চেয়ারম্যানের বাড়িতে পেট্রলবোমা হামলা : লুটপাট


নিজস্ব প্রতিবেদক, চাপাইনবাবগঞ্জ:

চাঁপাইনবাগঞ্জের নাচোলে নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যানের বাড়িতে পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটেছে। এসময় বাড়িতে লুটপাট চালায় হামলাকারীরা। এ ঘটনায় বাড়ির কেয়ারটেকার মিঠুনকেও কুপিয়ে আহত করা হয়।

নাচোল উপজেলা পরিষদের নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান রেজাউল করিম বাবু জানান, বৃহস্পতিবার প্রতিবার রাত ১১টা ৫০ মিনিটে একদল সন্ত্রাসী তার বাড়িতে ঢুকে বাড়ির কেয়ারটেকার ঘিওন হাতাডাউন পাড়ার আমিরুল ইসলাম এর ছেলে মিঠুনকে ছুরিকাঘাত করে।

এসময় তার চিৎকারে রেজাউল করিম বাবু ছুটে এলে সন্ত্রাসীরা তাকে ধাওয়া করলে সে বেলকুনির ছিটকানি লাগিয়ে রক্ষা পায়।

বাবু অভিযোগ করে জানান,সন্ত্রাসীরা তার সুকেসের ডয়ার ভেঙ্গে নগদ দেড়লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণ লুট করে নিয়ে যায় এবং ২টি পেট্রোল বোমা নিক্ষেপ করে।পরে স্থানীয়রা আহত মিঠুন (২২) কে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।

এ ব্যাপারে নাচোল থানার ওসি চৌধুরী জোবায়ের আহম্মেদ জানান, ঘটনাটি মৌখিক ভাবে জানার পর ঘটনাস্থল পরিদর্শন করেছি,মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হচ্ছে।


শর্টলিংকঃ