নাচোলে শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত


নাচোল প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মৌলিক স্বাক্ষরতা প্রকল্প আওতায় শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকাল ৩টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৫০ নম্বরের সংক্ষিপ্ত প্রশ্নের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

৩’শ জন পুরুষ ৩’শ নারীর শিক্ষক ও ১৫জন সুপার ভাইজার পদের বিপরীতে ১২টি কক্ষে ৩’শ ৯১জন পরীক্ষার্থী অংশ গ্রহন করেন। নাচোল উপজেলায় এ প্রকল্পটি বাস্তবায়ন করছে বেসরকারী উন্নয়ন সংস্থা বিসিডিপি। উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো নাচোল উপজেলার প্রোগ্রাম অফিসার আতিকুর রহমান জানান“ বহু ভাষার সাক্ষরতা, উন্নত জীবনের নিশ্চয়তা” সরকার এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশের ৬৪টি জেলায় মৌলিক স্বাক্ষরতা প্রকল্পের আওতায় গণশিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

পরীক্ষার দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা হলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল গালিব, পল্লী উন্নয়ন কর্মকর্তা হারুন অর রশিদ, উপজেলা সমবায় অফিসার সুনিল কুমার সরকার, একাডেমকি সুপার ভাইজার মোঃ ওয়ালিউল্লাহ, আমার বাড়ি আমার খামার প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর হাবিবুর রহমানসহ নাচোল সরকারী কলেজের শিক্ষকবৃন্দ।

 


শর্টলিংকঃ