নাটোরে উপজেলা ভোটে মনোনয়নপ্রত্যাশী নিখোঁজ, বিক্ষোভ


নাটোর প্রতিনিধি :

নাটোর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপ্রত্যাশী জামিলুর রহমান মিলনকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার রাতে উপজেলার তালতলা হাফরাস্তা এলাকায় অবস্থিত তার নিজ অফিস থেকে মাইক্রোবাসে করে অজ্ঞাত ব্যক্তিতরা তাকে জোর করে তুলে নিয়ে যায়।

নাটোর সদর উপজেলা ভোটে মনোনয়নপ্রত্যাশী মিলনের সমর্থকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।

এদিকে, জামিলুর রহমান মিলনের সন্ধানের দাবিতে শুক্রবার সকালে বিক্ষোভ মিছিল নিয়ে নাটোর বাইপাসে জড়ো হয় তার কর্মী-সমর্থকরা। তারা রাস্তায় টায়ার জ্বালিয়ে নাটোর-রাজশাহী মহাসড়ক অবরোধ করে। এতে মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে হয়।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নেতাকর্মীদের আশ্বস্ত করেন। পুলিশের আশ্বাসে একপর্যায়ে অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা। তবে নাটোর সদর থানা পুলিশ এখনও জামিলুর রহমান মিলনের নিখোঁজ হওয়ার ব্যাপারে কোনো ক্লু খুঁজে পাইনি বলে জানিয়েছে।


শর্টলিংকঃ