নাটোরে কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ শুরু


নাটোর প্রতিনিধি:

নাটোরে সরাসরি কৃষকদের কাছ থেকে আমন মৌসুমের ধান সংগ্রহ হয়েছে। প্রতিকেজি ২৬টাকা দরে নাটোর শহরের বড়গাছা এলাকায় সরকারী খাদ্য গুদামে বুধবার সকালে ধান সংগ্রহ কার্যক্রমের উদ্ভোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ।

এসময় সদর উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম, জেলা খাদ্য নিয়ন্ত্রক শফিকুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সুব্রত কুমার সরকার, উপজেলা কৃষি অফিসার মেহেদুল ইসলাম, সদর ভারপ্রাপ্ত খাদ্য গোডাউন কর্মকর্তা আবুল কালাম আজাদ সহ অন্যান্যেরা উপস্থিত ছিলেন।

চলতি আমন মৌসুমে নাটোর জেলার ৭টি উপজেলায় কৃষকদের কাছ থেকে ৮ হাজার ৫৯৬ মেট্রিক ধান সরকারী ভাবে কেনা হবে। এই কার্যক্রম চলবে ২০২০ সালের ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত।

চলতি বছর নাটোর জেলায় ৬৯ হাজার ২৯০ হেক্টর জমিতে আমন মৌসুমের ধান চাষ হয়েছে। আর ১৯ নভেম্বর পর্যন্ত ৩১ হাজার ২৫১ হেক্টর জমির ধান কেটে কৃষকরা ১ লাখ ৪৯ হাজার ৫৮৭ মেট্রিক টন ধান ঘরে তুলেছেন।

 


শর্টলিংকঃ