Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

ঘোষণার একমাস পর নাটোরে চাল ও গম সংগ্রহ শুরু


নিজস্ব প্রতিবেদক, নাটোর :
সরকারী ঘোষণার একমাস পর নাটোরে শুরু হয়েছে চলতি মৌসুমের গম ও চাল সংগ্রহ অভিযান।  গত ১এপ্রিল থেকে গম সংগ্রহের জন্য সরকারী নির্দেশনা ছিল। নির্ধারিত সময়ে পর সংগ্রহ করায় প্রকৃত কৃষকরা গোডাউনে গম দিতে পারবেন না বলে জানান তারা। কারণ মাঠ পর্যায়ের কৃষকের ঘরে এখন আর গম নেই।

ফিতা কেটে সংগ্রহ অভিযান উদ্বোধন করেন শফিকুল ইসলাম শিমুল এমপি

দুপুরে নাটোর সদর উপজেলা খাদ্য গোডাউনে আনুষ্ঠানিক ভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।এসময় জেলা খাদ্য নিয়ন্ত্রক শফিকুল ইসলাম সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

নাটোর জেলা থেকে এবার ১৬ হাজার ৭৪৬ মে.টন চাল ও ২ হাজার ৬৫৫ মে.টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে খাদ্য অধিদপ্তর।এছাড়া চলতি বোরো মৌসুমের জন্য ২ হাজার ১১৫ মে.টন ধান সংগ্রহ করা হবে বলে জানিয়েছে জেলা খাদ্য বিভাগ।

সংগ্রহ অভিযানের সময় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল বলেন, নাটোরের ধান,চাল এবং গমের সুনাম রয়েছে। গোডাউনে কোন পচা, নষ্ট খাদ্য শষ্য ঢুকবে না। কেউ যদি খারাপ খাদ্য দেওয়ার চেস্টা করে তার বিরুদ্ধে নেওয়ার জন্য খাদ্য কর্মকর্তাদের নির্দেশ দেন।

 


Exit mobile version