নাটোরে বাল্য বিয়ে বন্ধ করলেন এসিল্যান্ড


নিজস্ব প্রতিবেদক, নাটোর:

নাটোরের লালপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিনের হস্তক্ষেপে জেসমিন খাতুন নামে অষ্টম শ্রেণীতে পড়ুয়া এক স্কুলছাত্রীর বাল্য বিয়ে বন্ধ করা হয়েছে।

সোমবার (২৬ আগস্ট) দুপুরে লালপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন ও লালপুর থানার পুলিশ এ বিয়ে বন্ধ করেন। জেসমিন খাতুন উপজেলার নাগশোষা গ্রামের রফিকুল ইসলামের মেয়ে ও বিলমাড়ীয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্রী।

জানা যায়, নাগশোষা গ্রামে জেসমিন খাতুনের বাল্য বিয়ের আয়োজন করে পরিবার। খবর পেয়ে বর যাত্রী আসার আগেই উপজেলা সহকারী কমিশানার (ভূমি) সাদিয়া আফরিন লালপুর থানার পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে বাল্য বিয়ে বন্ধ করেন। এসময় কনের বাবা কে ২হাজার টাকা জরিমান ও বাল্য বিয়ে দিবে না মর্মে অভিভাবকের নিকট থেকে মুচলেকা নেন।

লালপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বাল্য বিবাহ বন্ধ করে অভিভাবকদের কাছে থেকে মুচলেকা নেয়া হয়েছে এবং পুনরায় বাল্য বিবাহের চেষ্টা করলে কঠোর শাস্তি ভোগ করতে হবে তাদের।


শর্টলিংকঃ