নারী ইউপি সদস্যকে পিটিয়ে বের করে দিলেন চেয়ারম্যান!


ইউএনভি ডেস্ক:

কুমিল্লার বুড়িচং উপজেলার ৯নং ভারেল্লা ( দ.) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহকামালের হাতে লাঞ্ছিত হয়েছেন নারী ইউপি সদস্য ঈশরত জাহান।

রোববার ঈশরত জাহান অভিযোগ করে বলেন, আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে আমার সম্মানী ভাতা চাওয়ায় তিনি আমার প্রতি রাগান্বিত হয়ে আমার ওপর চড়াও হন। এরপর আমাকে ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দেন এবং আমাকে মারধর করে লাঞ্ছিত করেন। এ সময় অন্য ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন; তারা এগিয়ে আসলে আমি মারধর থেকে কিছুটা বেঁচে যাই।

ইউপি সদস্য ঈশরত জাহান কান্নারত কন্ঠে বলেন, আমাকে ধাক্কাতে ধাক্কাতে কার্যালয় থেকে বরে করে দেন চেয়ারম্যান।আমাকে ৪ বছর ধরে সম্মানী ভাতা দেন নাই, আমি একজন বিধবা নারী; আমার স্বামী-সন্তান কেউ নাই। আমার স্বামী-সন্তান সড়ক দুঘটনায় মারা যায়, আমি অসহায় একজন নারী।

এদিকে এ বিষয়ে বিচার চেয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ঈশরত জাহান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিনা ইয়াসমিন বলেন, লাঞ্ছিত হওয়ার ঘটনায় ঈশরত জাহানের একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযোগ বিষয়ে ইউপি চেয়ারম্যান শাহকামাল বলেন, ঈশরত সম্মানী ভাতা পাবেন ঠিক আছে, তবে ৪ বছর ধরে সম্মানী ভাতা পাননি কথাটি সঠিক নয়।

এ সময় তিনি নারী ইউপি সদস্যকে মারধরের কথা অস্বীকার করে বলেন, আমি তাকে লাঞ্ছিত করিনি।


শর্টলিংকঃ