মাহবুবা পারভীন এর কবিতা ‘নারী’


নারী

মাহবুবা পারভীন

নারী তুমি মা-
ভালই তো ছিলে।
আদর সোহাগ মায়া মমতা-
ভালবাসায় ভরিয়ে দিতে।
অনাবিল সুখে শান্তিতে
রেখেছিলে মোরে মাতৃকোলে।।

নারী তুমি খেলার সাথী
সখী সখার মাখামাখি।
পুতুলের বিয়ের ছলে
রং তামাশার হট্টগোলে
স্মৃতি রেখেছ অম্লান করে।।

জীবন পরিবর্তনের সন্ধ্যিহ্মনে
লাজুক ভাবে ভীরু মনে
দুরু দুরু হৃদয় কাঁপিয়ে
পাশে ছিলে মনকাননে।।

বিচিত্র তুমি- আশা জাগিয়ে
ভালবাসার ঢালি সাজিয়ে
হৃদয় খানা বদ করিয়ে
করেছ শূন্য নয়তো পূর্ণ।

নতুন সংসারে, করে আগমন
তৈরি করেছ স্বগী’য় কানন।
বুঝা পড়ার ভ্রান্ত সাজনে
গড়েছ স্বগ’ নয়তো নরক।।

আপন ভূলে পরকে নিয়ে
নৃত্য নতুন ঢাল পালা সাজিয়ে
কলহ বিরহ আতুর ঘরে
হও তুমি সুখী নয়তো দুঃখী।।

আবার তুমি মা হয়ে যে
ডাক্তার ইন্জিনিয়ার তুলবে গড়ে
সহায়ক নয়ত বিধি বাম
ভাগ্য তোমার বিদ্যাশ্রম।।

মাহবুবা পারভীন : সাংবাদিক ও কবি


শর্টলিংকঃ