নাসিম সম্পর্কে কটূক্তির দায়ে রাবি শিক্ষক সাময়িক বহিস্কার


নিজস্ব প্রতিবেদক :

প্রয়াত আওয়ামী লীগ নেতা ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সম্পর্কে কটূক্তির অভিযোগে মামলার পর রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অধ্যাপক কাজী জাহিদুর রহমানকে সাময়িক বহিস্কার করা হয়েছে। শনিবার সকালে উপাচার্যের বাসভবনে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে রাবি উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান বলেন, সিন্ডিকেট সভায় শিক্ষক কাজী জাহিদুর রহমানকে তার গ্রেফতারের দিন গত ১৮ জুন থেকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে সিন্ডিকেট। এটা আইন অনুযায়ী করা হয়েছে।

এর আগে ১৭ জুন দিবাগত ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কোয়ার্টার থেকে অধ্যাপক কাজী জাহিদকে গ্রেফতার করা হয়। প্রয়াত সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ায় এবার ডিজিটাল নিরাপত্তা আইনে ওইদিন মামলা করেন আইনজীবী অ্যাডভোকেট তাপস সাহা।


শর্টলিংকঃ