Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

নিজ কক্ষে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা


ইউএনভি ডেস্ক:

পাবনার ঈশ্বরদীতে নিজ কক্ষে হাজেরা খাতুন (৭৫) নামের এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। সোমবার উপজেলার পাকশী ইউনিয়নের বাঘইলে ঈশ্বরদী ইপিজেড মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত হাজেরা খাতুন রাজশাহী সরকারি কলেজের সাবেক অধ্যাপক ও মৃত মোহম্মদ হবিবুল্লাহর স্ত্রী।

নিহতের ভাই সাবেক ইউপি চেয়ারম্যান হবিবুল ইসলাম জানান, সোমবার বিকেলে ঢাকা থেকে তার মেয়েরা মোবাইল ফোন কল করে মাকে না পেয়ে মামা ও প্রতিবেশীদের জানান। প্রতিবেশীরা নিহতের শোবার ঘর তালাবদ্ধ অবস্থায় দেখতে পান। তারা তালা ভেঙে ঘরে ঢোকেন এবং মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তারা বিষয়টি পুলিশকে জানান।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, নিশ্চিত করে বলা যাচ্ছেনা কিভাবে তাকে হত্যা করা হয়েছে। তবে নিহতের স্বজনরা অভিযোগ করেছেন, হাজেরা খাতুনকে কে বা কারা পরিকল্পিতভাবে অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে।


Exit mobile version