Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

নুসরাত হত্যার বিচার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন


নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফী হত্যায় জড়িতদের দ্রুত বিচার দাবিতে মানববন্ধন হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। মঙ্গলবার সকালে সচেতন নাগরিক কমিটি সনাকের আয়োজনে প্রেসক্লাব চত্ত্বরে এই মানববন্ধন পালিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন,সচেতন নাগরিক কমিটি সনাকের জেলা কমিটির সহ-সভাপতি উম্মে সালমা হ্যাপি, সুজন সমন্বয়কারী এনামুল হক,নির্বাহী পরিচালক ( আইএফবিসি) শাহদাৎ হোসেন,সনাকের সাবেক সভাপতি সেলিনা বেগম,সদস্য গোলাম ফারুক মিথনসহ অন্যরা। মানববন্ধন থেকে বক্তারা ফেনীর মাদ্রাসা ছাত্র নুসরাত জাহান রাফীর হত্যাকারীদের দ্রুত বিচার দাবি জানানো হয়।


Exit mobile version