নেতানিয়াহুকে ছেড়ে যাচ্ছেন ইসরায়েলি মন্ত্রীরা?


ইসরাইলি প্রধনামন্ত্রীকে একে একে ছেড়ে যাচ্ছেন দেশটির মন্ত্রীরা। দেশটির চারমন্ত্রী পর্যায়ক্রমে পদত্যাগ করলে বিপাকে পড়েন নেতানিয়াহু।এ চারমন্ত্রী পদত্যাগ করায় একাই ওই মন্ত্রণালয়গুলো দেখতে হচ্ছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে।

এ ছাড়াও ইসরাইলি পার্লামেন্টের আরও দফতর তাকে দেখতে হয়। অতিরিক্ত দায়িত্ব নেয়া ওই মন্ত্রণালয়গুলো হচ্ছে- প্রবাসী, প্রতিরক্ষা, স্বাস্থ্য ও সমাজকল্যাণ।

তুর্কিভিত্তিক সংবাদমাধ্যম ইয়েনি শাফাকের এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির সমাজকল্যাণমন্ত্রী হাইম কাতজ গণতন্ত্রের বিষয়ে উদ্বেগ জানিয়ে পদত্যাগ করলে নেতানিয়াহু নিজে ওই মন্ত্রণালয়ের দায়িত্ব নেন। এ মন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতিরও অভিযোগ আনেন। পরে গত মাসে তিনি পদত্যাগ করেন।

২০১৫ সাল থেকে তিনি যে দফতরগুলো ধরে রেখেছেন তা ছেড়ে ফেব্রুয়ারিতে নেতানিয়াহু তার গোয়েন্দা প্রতিমন্ত্রী ইসরায়েল কাটজকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব দিয়েছিলেন।

এ ছাড়া, গত বছর নভেম্বরে ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী অ্যাভিগডোর লাইবারম্যান ইসরাইল ও ফিলিস্তিনের প্রতিরোধ দলগুলোর মধ্যে যুদ্ধবিরতি চুক্তির প্রতিবাদে তিনি পদত্যাগ করেছেন।


শর্টলিংকঃ