Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

নোবেলের ‘মৌলিক’ গানে ২৪ হাজার লাইক, ১ লাখ ৯০ হাজার ডিজলাইক!


ইউএনভি ডেস্ক:
কলকাতার রিয়েলিটি শো সা রে গা মা পা দিয়ে আলোচনায় আসা নোবেল দীর্ঘ সময় পর তার নিজের প্রথম মৌলিক গান প্রকাশ করেছেন। রবিবার ইউটিউবে প্রকাশ পেয়েছে ‘তামাশা’ শিরোনামের গানটি। আজ সোমবার পর্যন্ত গানটি ভিউ হয়েছে ৭ লাখ ৪৫ হাজারেরও বেশি বার।

তবে শ্রোতা-দর্শকদের বেশিরভাগই নোবেলের প্রথম মৌলিক গানটি গ্রহণ করেননি বলে মত প্রকাশ করেছেন। গানটিতে ২০ হাজার লাইকের বিপরীতে পড়েছে ১ লাখ ৯০ হাজার ডিজলাইক!

গানের প্রচারণায় অংশ নিয়ে নোবেল বলেছিলেন, তিনি সঙ্গীতের লেজেন্ডদের (কিংবদন্তী) শেখাবেন কীভাবে গান করতে হয়। এবার নোবেলের প্রথম মৌলিক গান শোনার পর এক শ্রোতা মন্তব্য করেছেন, নোবেলকে জাতীয় পাগল ঘোষণা করা হোক।


Exit mobile version