Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

ন্যাশনাল সার্ভিস প্রকল্পের মেয়াদ বাড়ানোর দাবিতে স্মারকলিপি


গোদাগাড়ী প্রতিনিধি :

প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকার ভিত্তিক ‘ ন্যাশনাল সার্ভিস প্রকল্প’ এর মেয়াদ ও বেতন বাড়ানোর দাবিতে স্মারকলিপি দেয়া হয়েছে। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ন্যাশনাল সার্ভিক কল্যাণ পরিষদের কর্মীরা বুধবার সকাল ১১ টায়  উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে এ স্মারকলিপি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর  দেয়া হয়।

                  গোদাগাড়ীতে ন্যাশনাল সার্ভিস একতা কল্যাণ পরিষদের স্মারকলিপি প্রদান

এসময় গোদাগাড়ী উপজেলা ন্যাশনাল সার্ভিস কল্যাণ পরিষদের বিপুল সংখ্যক কর্মী উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে বলা হয়, জাতির জনকের সুযোগ্য কন্যা  প্রধানমন্ত্রী শেখ হাসিনা অগ্রাধিকার ভিত্তিক ঘরে ঘরে চাকরি প্রদান প্রকল্প ‘‘ন্যাশনাল সর্ভিস প্রকল্প’’ তিন মাসের মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে দুই বছর মেয়াদী অস্থায়ী ভিত্তিতে মাসিক ৬ হাজার টাকা কর্মভাতা পেয়ে আসছে। কিন্তু দুই বছর মেয়াদ শেষ হলে গোদাগাড়ী উপজেলার ৮৩৬ জন যুব ও যুব মহিলা কর্মহীন হয়ে পড়বে। ক্ষতিগ্রস্ত হবে তাদের পরিবার। প্রকল্পের মেয়াদ বাড়ানোর দাবি জানান তারা।

গোদাগাড়ী ন্যাশনাল সার্ভিস একতা কল্যাণ পরিষদের মোঃ আব্দুল্লাহ-আল মামুন জানান, এই প্রকল্পে চাকরি করে তারা জীবিকা নির্বাহ করছেন। কিন্তু মেয়াদ শেষ হয়ে গেলে তাদের অন্য কোথাও চাকরির সুযোগের নিশ্চয়তা নেই। তাই দাবি পূরণের আহ্বান জানান তিনি।

 


Exit mobile version