- ইউনিভার্সাল ২৪ নিউজ - https://universal24news.com -

পঙ্গপালের আক্রমণ ঠেকাতে পাকিস্তানে জরুরি অবস্থা ঘোষণা

পঙ্গপালের আক্রমণ ঠেকাতে পাকিস্তানে জরুরি অবস্থা ঘোষণা

ইউএনভি ডেস্ক:

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে পঙ্গপালের আক্রমণে বিপুল পরিমাণ ফসলের ক্ষয়ক্ষতি ঠেকাতে জরুরি অবস্থা ঘোষণা করেছে ওই দেশের সরকার।শনিবার দেশটির সংবাদমাধ্যম ডনের খবরে বলা হয়েছে, শুক্রবার প্রধানমন্ত্রী ইমরান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

চারটি প্রদেশের মন্ত্রি পরিষদের সদস্য এবং উর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে পরিস্থিতি মোকাবেলায় একটি জাতীয় কর্মপরিকল্পনা নেওয়া হয়। ওই বৈঠকে পঙ্গপালের সংকট মোকাবিলায় ৭৩০ কোটি রুপি বরাদ্দ করা হয়।

এরই মধ্যে দেশটির প্রধানমন্ত্রী পাকা ফসলের ক্ষতির ভিত্তিতে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।এর আগে ১৯৯৩ সালে একবার দেশটিতে পঙ্গপাল আক্রমণ করেছিল। তবে সেবার চার দিনের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা গেছিল। সংশ্লিষ্টদের ধারনা, এবারের পরিস্থিতি আগের চেয়েও খারাপের দিকে যাচ্ছে।