Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

পতেঙ্গায় বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু


চট্টগ্রাম নগরের পতেঙ্গায় ইনকনট্রেড লিমিটেডের কনটেইনার ডিপোতে বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে।বুধবার গভীর রাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রবিউল হোসেন (৩২) নামের ওই ব্যক্তি মারা যান।

রবিউলকে নিয়ে বুধবারের ওই বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা চারে দাঁড়াল। রবিউল কুমিল্লা জেলার বাসিন্দা। তিনি ওই প্রতিষ্ঠানের কর্মী ছিলেন। বুধবার দুপুরে পতেঙ্গার লালদিয়ার চর এলাকার ওই কন্টেইনার ডিপোর গ্যারেজে একটি লং ট্রেইলারের তেলের ট্যাংক খুলে ওয়েল্ডিং করার সময় বিস্ফোরণ ঘটে। এসময় আরমান, মুক্তার ও নেওয়াজ নামের প্রতিষ্ঠানটির তিন কর্মী নিহত হন। আহত হন রবিউলসহ তিনজন। আহতদের চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়।

পতেঙ্গা থানার ওসি জোবায়ের সৈয়দ জানান, রবিউলের শরীরের ৯০ শতাংশ দগ্ধ ছিল। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বুধবার গভীর রাতে কুমিল্লার কাছাকাছি পৌঁছালে তিনি মারা যান।

তিনি জানান, এ ঘটনায় পতেঙ্গা থানায় মামলা হয়েছে।


Exit mobile version