পত্নীতলায় ১৪ বিজিবি’র ত্রাণ বিতরণ


জতিন টপ্য, পত্নীতলা:

১৪বর্ডার গার্ড ব্যাটালিয়ন পত্নীতলা (বিজিবি)র উদ্যোগে এবং বিদ্যানন্দ ফাউন্ডেশনের পক্ষ হতে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ১৪বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)র অধিনস্থ সীমান্তবর্তী পত্নীতলা উপজেলার নজিপুর ও আমবাটি এলাকার ২৬৫ জন খেটে খাওয়া, অসহায়, গরিব-দূঃখী এবং কর্মহীন পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে।

পত্নীতলা ব্যাটালিয়ন (১৪বিজিবি)র প্রেরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বিদ্যানন্দ ফাউন্ডেশন কর্তৃক বিজিবি’র উপর আস্থা রেখে সারাদেশ ব্যাপী হতদরিদ্র জনগণের মাঝে সুষ্ঠুভাবে ত্রাণ সামগ্রী বিতরণের দায়িত্ব দেয়া হয়। এরই আলোকে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)র দায়িত্বপূর্ণ এলাকায় এসকল ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে।

সামাজিক দূরত্ব বজায় রেখে প্রত্যেক পরিবারকে ৬কেজি চাল, ১কেজি ডাল, ২কেজি আটা, আধা লিটার তেল, আধা কেজি লবণ, ১প্যাকেট বিস্কুট এবং ১ প্যাকেট সুজি বিতরণ করা হয়।

আরও পড়তে পারেন  রাণীনগরে ৪২৩টি মসজিদে প্রধানমন্ত্রীর অনুদান বিতরণ


শর্টলিংকঃ