Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

পদ্মার ২০ কেজি কাতলা বিক্রি হলো ৩২ হাজারে


ইউএনভি ডেস্ক:

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটের উজানে পদ্মা নদীতে ২০ কেজি ওজনের একটি কাতলা মাছ ধরা পড়েছে। মাছটি দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবসায়ী চান্দু মোল্লা ৩২ হাজার টাকা   দিয়ে কিনে নিয়েছেন।

স্থানীয় ব্যবসায়ীরা বলেন, গতকাল সকালে গোয়ালন্দের কুব্বাত হলদার নামে এক জেলে ২০ কেজির কাতলাটি দৌলতদিয়া মৎস্য আড়তে নিয়ে আসেন। সেখানে তিনি ১ হাজার ৬০০ টাকা কেজি দরে মাছটি বিক্রি করার জন্য দাম হাঁকেন। পরে দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবসায়ী চান্দু মোল্লা ৩২ হাজার টাকায় মাছটি কিনে নেন।

ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, প্রতিদিন দেশের বিভিন্ন স্থান থেকে আমার কাছে বড় মাছের জন্য ফোন আসে। সকালে সেই বিষয়টি বিবেচনা করেই দৌলতদিয়া মৎস্য আড়তে গিয়ে বড় কাতলাটি দেখতে পাই। পরে ৩২ হাজার টাকা দিয়ে কাতলাটি কিনে নেই। মাছটি বর্তমানে ৫ নম্বর ফেরিঘাটের পন্টুনে বাঁধা রয়েছে। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করছি। ৩৫ হাজার টাকা হলে কাতলাটি বিক্রি করে দেব।


Exit mobile version