- ইউনিভার্সাল ২৪ নিউজ - https://universal24news.com -

পদ্মা আবাসিকে মেয়াদোত্তীর্ণ কীটনাশকের ব্যবসা : জরিমানা


 নিজস্ব প্রতিবেদক : 

রাজশাহী নগরীর অভিজাত পদ্মা আবাসিক এলাকায় মেয়াদোত্তীর্ণ কীটনাশক মজুদ করায় এক প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার বিকেলে এই ঝটিকা অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান আল মারুফ।

তিনি ইউনিভার্সাল২৪নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী মহানগরের ভদ্রা আবাসিক এলাকায় সেতু কর্পোরেশন নামের এক প্রতিষ্ঠানে ঝটিকা অভিযান চালিয়ে ৪৫০ বোতল মেয়াদ উত্তীর্ণ বিভিন্ন কীটনাশক (সালসানফান) জব্দ করা হয়। এগুলো বিক্রির উদ্দেশ্যে ট্রাকে লোড করে ভাল পণ্যের সাথে মিশিয়ে বাগমারা উপজেলার তাহেরপুরে পাঠানো হচ্ছিল।

এছাড়াও স্টোর রুমের ভিতরে একইসাথে বিক্রির উদ্দেশ্যে ভাল পণ্যের সাথে মেয়াদ উত্তীর্ণ পণ্য রেখেছিল। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ধারা ৫১ অনুযায়ী উক্ত প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং মেয়াদ উত্তীর্ণ কীটনাশকগুলো ধ্বংস করে মাটিতে পুঁতে দেয়া হয়েছে।