‘পদ্মা এক্সপ্রেসে’ পাথর নিক্ষেপকারী গ্রেফতার


ইউএনভি ডেস্ক:

সিরাজগঞ্জ জেলার কড্ডায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপে ঈশান নামে চার বছরের এক শিশু মারাত্মক আহত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। বর্তমানে ওই শিশু রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ৩০ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন। এ ঘটনায় সিরাজগঞ্জ রেলওয়ের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী গোলাম মোস্তফা বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

ঘটনার পর সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশ আবু হানিফ নামে একজনকে গ্রেফতার করে সোমবার (৬ মে) আদালতে পাঠিয়েছে।

আবু হানিফের বাড়ি সিরাজগঞ্জের কড্ডায়। আর ঈশানের বাড়ি নওগাঁর আত্রাই থানার সোনাইডাঙ্গা গ্রামে।

রাজশাহী ও সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশ জানায়, রোববার বিকাল ৪টার দিকে রাজশাহী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা পদ্মা এক্সপ্রেস ট্রেনটি সন্ধ্যা ৭টায় কড্ডা অতিক্রম করার সময় বাইরে দাঁড়িয়ে থাকা আবু হানিফ চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ করে।

এতে ট্রেনের বগিতে থাকা শিশু ঈশান মাথার পেছনে আঘাত পায়। ট্রেনটি সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী স্টেশনে পৌঁছালে ঈশানকে পরিবারের সদস্যরা সিরাজগঞ্জ জেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসকরা তাকে রামেক হাসপাতালে পাঠিয়ে দেন।

সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন মজুমদার  জানান, পাথর নিক্ষেপের সময় আবু হানিফ একাই অবস্থান করছিল। জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে, এমনিতেই পাথর নিক্ষেপ করেছিল। তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


শর্টলিংকঃ