পদ্মা দূষণ রোধে দর্শনার্থীদের সাথে মত বিনিময়


নিজস্ব প্রতিবেদক:

আজ পরিবেশ আন্দোলন ঐক্য পরিষদের উদ্যোগে লালন মুক্তমঞ্চে পদ্মা দূষণ রোধে নদীর তীর থেকে প্লাস্টিক ও পলিথিন দ্রব্যাদি সহ সকল প্রকার বর্জ্য পরিষ্কার ও সাধারণ দর্শনার্থীদের সাথে মত বিনিময় ও রাজশাহী সিটি করপোরেশন কর্তৃক প্রদত্ত ডাস্টবিনে বর্জ্য ফেলার ব্যাপারে উৎসাহিত করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জনাব মাহাবুব টুংকু, ডাঃ মাহফুজুর রহমানের রাজ , রফিকুল হক সেন্টু।এই পরিচ্ছন্নতা ও উদ্বুদ্ধকরণ কর্মসূচিতে আরো অংশগ্রহণ করেন রেজাউল করিম মহব্বত, নাজমুল হোসেন রাজু , আকবর আমিন বিদ্যুৎ , বিপুল রহমান , আল রশিদ রাহী , সৈয়দ আহমেদ বাবলা , মুনতাসির রহমান ভুট্টো প্রমূখ ।

শেষে রাজশাহী সিটি করপোরেশনের ডাস্টবিন গুলি বিভিন্ন দোকানে বিতরণ ও স্থাপন করা হয় ।


শর্টলিংকঃ