Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

পদ্মা সেতুর ১ হাজার ৮০০ মিটার দৃশ্যমান


ইউএনভি ডেস্ক :

পদ্মা সেতুতে ১২তম স্প্যান বসানো হয়েছে। আজ সোমবার দুপুরে স্প্যানটি বসানো হয়। স্প্যানটি বসানোর ফলে এখন সেতুর ১ হাজার ৮০০ মিটার দৃশ্যমান।

১২তম স্প্যান বসানোর পর পদ্মা সেতু

ধ্যবর্তী স্থানের ২০ ও ২১ নম্বর পিলারে আজ দুপুরে স্প্যানটি বসানো হয়। এখন পর্যন্ত সেতুর জাজিরা প্রান্তে নয়টি, মাওয়া প্রান্তে দুটি ও নদীর মাঝে একটি স্প্যান বসানো হয়েছে।

সেতু বিভাগের এক উপসহকারী প্রকৌশলী জানান, আজ সকাল সোয়া নয়টায় মাওয়ার কুমারভোগ কন্সট্রাকশন ইয়ার্ড থেকে ১২তম স্প্যানটি নিয়ে রওনা হয় ভাসমান ক্রেন। সকাল ১০টা ৫ মিনিটে স্প্যানটি ২০ ও ২১ নম্বর পিয়ারের (খুঁটি) কাছে পৌঁছায়। এরপর স্প্যানটি পিয়ারে স্থাপনের কাজ শুরু করেন প্রকৌশলীরা। দুপুর সোয়া ১২টার দিকে স্প্যানটি বসানো হয়।

গত ২৩ এপ্রিল ১১তম স্প্যানটি বসানো হয়েছিল। এদিন শরীয়তপুরের জাজিরা প্রান্তে ৩৩ ও ৩৪ নম্বর পিয়ারের ওপর বসানো হয় এই স্প্যান। তখন সেতুর ১ হাজার ৬৫০ মিটার দৃশ্যমান হয়।

২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর ৩৭ ও ৩৮ নম্বর পিলারে প্রথম স্প্যান বসানোর মধ্য দিয়ে প্রথমবারের মতো দৃশ্যমান হয় পদ্মা সেতু। তথ্যসুত্র : প্রথম আলো


Exit mobile version